ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভারতের বিপক্ষে সিরিজ জয়

বাংলাদেশ ক্রিকেট দলকে অর্থমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
বাংলাদেশ ক্রিকেট দলকে অর্থমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সা‌বেক আইসি‌সি সভাপ‌তি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

 

বুধবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় অর্থমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় অর্থমন্ত্রী বলেন, আজকের দিনটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি মাইলফলকের দিন। বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক এ পারফরম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। বাংলাদেশের এই জয় আমাদের খেলোয়াড়দের দৃঢ় সক্ষমতার প্রমাণ।  

তিনি এসময় মেহেদী মিরাজের অসাধারণ বীরত্বের ভূয়সী প্রশংসা করেন। সেইসঙ্গে আগামী দিনগু‌লো‌তেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে ব‌লে আশা ব্যক্ত ক‌রেন।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এসএমএকে/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।