ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ঢাকা: বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।  

মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বাংলাদেশে বিরোধী দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশের ওপর কড়াকড়ি আরোপের ঘটনায় উদ্বিগ্ন বলে জানিয়েছেন।

নেড প্রাইস বলেন, আমরা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই, তারা যেন আইনের শাসনের প্রতি সম্মান দেখাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল, প্রার্থীকে হুমকি, উসকানি, এক দল আরেক দলের প্রার্থীর ওপর যাতে সহিংসতা ঘটাতে না পারে, বিষয়টি নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।

বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন নিয়ে তিনি বলেন, অর্থপূর্ণ নির্বাচন আয়োজন করতে হলে সহিংসতা, হয়রানি ও নির্ভয়ে ভোটারদের সঙ্গে প্রার্থীদের জনসংযোগ করার সুযোগ করে দিতে হবে। একই সঙ্গে সহিংসতার ঘটনার পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাই।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।