ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে যুবমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
বান্দরবানে যুবমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বান্দরবান: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বান্দরবানে যুবমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
 
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বান্দরবানের বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা কল্যাণ সংগঠন (একেএস), গ্রাউস ও তহ্ জিং ডং এর আয়োজনে ‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ’ প্রকল্পের উদ্যোগে এই যুবমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 

এসময় বান্দরবান পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. অং চালু, দুর্নীতি প্রতিরোধ কমিটি বান্দরবান জেলা শাখার সভাপতি অংচমং, অনন্যা কল্যাণ সংগঠনের (একেএস) নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলী, গ্রাউসের নির্বাহী পরিচালক চাই সিং মং, তহ্ জিংডং এর নির্বাহী পরিচালক চিংসিং প্রু, প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার, মাস্টার ট্রেইনার সুমিত বণিক, প্রজেক্ট কো-অর্ডিনেটর দীধিতি চাকমা, উমাচিং মারমা, রমেশ চন্দ্র তংচঙ্গ্যাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এসময় যুব মেলা উপলক্ষে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস), গ্রাউস ও তহ্ জিং ডং এর কিশোরীদের ৩টি স্টলে কিশোরীরা নিজেদের তৈরি বিভিন্ন হস্তশিল্প প্রদর্শন করে।
 
পরে কিশোরী দলের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।