ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
মুন্সিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে উপকণ্ঠের পঞ্চসার ইউনিয়ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- মনির ওরফে সুমন মাঝিকে (২৮) ও স্বপন দেওয়ান (৪২)।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে পঞ্চসারের কাঠপট্টি এলাকার একটি রাইস মিলের ফাঁকা রাস্তা থেকে ১০০টি ইয়াবাসহ মনিরকে গ্রেফতার করা হয়। একই রাত পৌনে ১২ টার দিকে পঞ্চসার এলাকার অপর একটি রাইস মিলের সামনে থেকে তিন কেজি গাঁজাসহ স্বপন দেওয়ানকে (৪২) গ্রেফতার করে। গ্রেফতারদের নামে বৃহস্পতিবার সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।