ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আর্জেন্টিনার জার্সি পরা অস্ত্রধারীকে খুঁজছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
আর্জেন্টিনার জার্সি পরা অস্ত্রধারীকে খুঁজছে পুলিশ

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের সময় অস্ত্রহাতে আর্জেন্টিনার জার্সি পরা এক যুবককে দেখা যায়। তাকে খুঁজছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পুলিশের সঙ্গে অস্ত্রহাতে থাকা ওই যুবকের অ্যাকশনের ছবি ও ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে সর্বস্তরে আলোচনা-সমালোচনা শুরু হয়।

প্রথমে ধারণা করা হচ্ছিল ওই যুবক ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য। কিন্তু বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।  

ডিএমপি জানায়, আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই যুবকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপির যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার জানান, বুধবারের (৭ ডিসেম্বর) ঘটনার পরে জননিরাপত্তা রক্ষায় পুলিশের সবাই ব্যস্ত রয়েছে। ওই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।