ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মোড়ে মোড়ে চেকপোস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
নারায়ণগঞ্জে মোড়ে মোড়ে চেকপোস্ট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়াসহ বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে এ দৃশ্য দেখা যায়।

এ সময় চাষাঢ়ায় পুলিশকে জলকামান নিয়ে অবস্থান করতে দেখা যায়। এ ছাড়ায় বিকেলে শহরের প্রধান সড়কে টহল দেয় পুলিশের গাড়ি ও সাজোয়া যান।

জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, এটি পুলিশের নিয়মিত কাজের অংশ। যেন কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।