ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ার মেঘনা নদীর পাড় পড়েছিল আগ্নেয়াস্ত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
হাতিয়ার মেঘনা নদীর পাড় পড়েছিল আগ্নেয়াস্ত্র

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

এর আগে, বুধবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন বেড়ি বাঁধ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয় নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি এবং একই স্থান থেকে দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।