ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকামুখী যানবাহনে তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
ঢাকামুখী যানবাহনে তল্লাশি ঢাকামুখী যানবাহনে তল্লাশির জন্য পুলিশের মহাসড়কে অবস্থান

নারায়ণগঞ্জ: বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে ঢাকামুখী সব যানবাহনে তল্লাশি করছে পুলিশ। তল্লাশি ও জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর পেলেই ছাড়া হচ্ছে যানবাহন।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের অন্তত ৩টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, চিটাগাং রোডে এসব চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে প্রতিটি যানবাহনে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। এর মধ্যে প্রতিটি যাত্রীবাহী বাসেও চলছে তল্লাশি।

জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, এটি পুলিশের নিয়মিত কাজের অংশ। যেন কোথায় কোন অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।