ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ৪২ কেজি গাঁজাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
ফুলবাড়ীতে ৪২ কেজি গাঁজাসহ আটক ৩

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিশেষ কায়দায় মাইক্রোবাসযোগে পাচারের সময় ৪২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সকালে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের আমতলা জকারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা জায়গীরটারী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (৩৬), শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের আব্দুল মালেকের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও রংপুর জেলা শহরের তাজহাট এলাকার আলম বাদশার ছেলে নাজমুল ইসলাম মনি (২৩)।  

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সারওয়ার পারভেজ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের আমতলা জকারহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাইক্রোবাসযোগে পাচারের সময় ৪২ কেজি গাঁজাসহ ওই তিন মাদককারবারিকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিমুলবাড়ী ঠাকুরপাঠ এলাকার শহিদার খন্দকারের ছেলে শাহিন খন্দকার (৪২) কৌশলে পালিয়ে যান।  

তিনি আরও জানান, আটক তিনজন ও পলাতক একজনসহ মোট চারজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটকদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এফইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।