ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে নাশকতার মামলায় গ্রেফতার ২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
ঝিনাইদহে নাশকতার মামলায় গ্রেফতার ২৭

ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতার মামলা ও আশঙ্কায় বিএনপির ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (৭ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল পর্যন্ত জেলার চার উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ জানান, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতার মামলা ও আশঙ্কায় ৬ জন, সদর থেকে ১৭ জন, কোটচাঁদপুর এবং মহেশপুর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারদের বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।