ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ বিএনপির ৪১ নেতাকর্মী ঢাকায় গ্রেফতার  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
ময়মনসিংহ বিএনপির ৪১ নেতাকর্মী ঢাকায় গ্রেফতার  

ময়মনসিংহ: বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় এসে গেফতার হয়েছেন ময়মনসিংহ জেলা এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৪১ জন নেতাকর্মী।  

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে গ্রেফতারদের ঢাকার চীফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হাজির করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকাস্থ উত্তরা হাজী ক‍্যাম্প এলাকার গফরগাঁও হাউজ থেকে তাদের গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ।  

ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এই তথ‍্য নিশ্চিত করেছেন।  

গ্রেফতারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, ময়মনসিংহ মহানগর যুবদল নেতা রাজিব খান পাঠান রনি, মাহাবুবুল আলম গৌতম, আশরাফুল ইসলাম আরিফ, মড়ল, নুরী, তুহিন এবং সাজু।  

এছাড়াও নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে নান্দাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম রবিন গ্রেফতার হয়েছে।  

তারা সবাই বিএনপির মহাসমাবেশে যোগদান করতে গত কয়েক দিন আগে ঢাকায় এসেছিল বলে জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।