ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় ফুটপাতের ৩৫ দোকানে আগুন, ব‍্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
ভালুকায় ফুটপাতের ৩৫ দোকানে আগুন, ব‍্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ফুটপাতের অন্তত ৩০-৩৫টি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ব‍্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

তবে এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর জানা যায়নি।  

শুক্রবার (৯ ডিসেম্বর) জুমার নামাজের পর উপজেলার সিডস্টোর বাসস্ট্যান্ড মফিজ মার্কেট সংলগ্ন ফুটপাতের দোকানে এ আগুনের সূত্রপাত হয়।

ভালুকা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনও তা জানা যায়নি।  

স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ৩০-৩৫টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।  তবে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও ফায়ার সার্ভিসের কোনো বক্তব্য জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।