ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় বিএনপির ২৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
মাগুরায় বিএনপির ২৪ নেতাকর্মী আটক ছবি: সংগৃহীত

মাগুরা: মাগুরায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ।

শুক্রবার (৯ ডিসেম্বর) মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করেন।

আটককৃতদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সহ সভাপতি তুহিন বিশ্বাস,সদস্য সচিব কামরুজ্জামান জুয়েল ও পৌর স্বেচ্ছাসেবক দলের দরুদ রয়েছেন।

মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছে, গত কয়েকদিন যাদের আটক করেছে তাদের নামে বিভিন্ন সময়ে মামলা আছে। বিশেষ অভিযান চলমান রয়েছে।

এদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জানান, শ্রীপুর ও শালিখায় দুটি নতুন মামলায় শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখাচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশে নেতাকর্মীরা যেন যোগদান না করতে পারে সেজন্য এই আটক চলছে। সরকার পুলিশ বাহিনী দিয়ে আমাদের দাবায়ে রাখতে পারবে না বলে দাবি বিএনপির এ নেতার।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।