ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
ঢাকা-আরিচা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

মানিকগঞ্জ: ঢাকা জেলার প্রবেশের প্রায় এক কিলোমিটার আগে মানিকগঞ্জের সাটুরিয়ার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখে পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

পুলিশের তল্লাশি চৌকির কারণে এমনটি করা হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কে।

জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় ফিডার রোড়ের সংযোগস্থলে পুলিশের তল্লাশি চৌকির দুই পাশে সাধারণ পণ্য বোঝাই ট্রাক ও বিভিন্ন কোম্পানির পন্য পরিবহনের যানবাহন গুলোকে আটকিয়ে রাখা হয়। ওই যানবাহনগুলো আটকে রাখায় ঢাকা-আরিচা মহাসড়কের বেশ কিছু জায়গায় যান-চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে দেখা মেলে যানবাহনের দীর্ঘ সারি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, বিভিন্ন কোম্পানির গাড়ি এলোপাতাড়ি হয়ে যাওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা থেকে এসে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।