ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ঘাঘট নদীতে ভেসেছিল এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
রংপুরে ঘাঘট নদীতে ভেসেছিল এক ব্যক্তির মরদেহ প্রতীক ছবি

রংপুর: রংপুরের পীরগাছায় ঘাঘট নদী থেকে খায়রুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান।

 

এর আগে সকালে উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর এলাকায় কুড়ার পাড় সংলগ্ন ঘাঘট নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খায়রুল ইসলাম পাশের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের বেদগাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, খায়রুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মছিরন নেছা পীরগাছা উপজেলার চৌধুরানীস্থ একটি জুট মিলে চাকরি করতেন। জুট মিলের পাশেই একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন তারা।

শনিবার সকালে সৈয়দপুর এলাকায় কুড়ার পাড় সংলগ্ন ঘাঘট নদীর মধ্যস্থলে খায়রুল ইসলামের মরদেহ  দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ছোট ভাই ছাইফুল ইসলাম জানান, স্ত্রীকে শ্বশুরবাড়িতে পাঠাতে অটোরিকশায় তুলে দেন খায়রুল। রাতে তারও যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে ঘাঘটে তার মরদেহ পাওয়া গেল। এত দূরে তার মরদেহ আসাটা রহস্যজনক।

পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান বলেন, খায়রুল ইসলাম নেশাগ্রস্ত ছিলেন। নেশা করে নদী পার হওয়ার সময় এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।