ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৫৫ বছর পর কাপ্তাই এলপিসি শাখার নতুন মেশিনারিজ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
৫৫ বছর পর কাপ্তাই এলপিসি শাখার নতুন মেশিনারিজ উদ্বোধন

রাঙামাটি: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) সব ইউনিটকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলাম।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে বিএফআইডিসির প্রতিষ্ঠান কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ইউনিটের (এলপিসি শাখা) নতুন স্থাপনকৃত মেশিনারজি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সরকারের এই অতিরিক্ত সচিব বলেন, প্রতিষ্ঠানটির উন্নয়নে ইতোমধ্যে আরও অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকার চারদিকে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে যা ইতিহাসে নজির স্থাপন করেছে। সরকারি নির্দেশনা মেনে আমরা প্রতিষ্ঠানটির উন্নয়নে কাজ করবো।

১৯৬৭ সালে এলপিসি প্রতিষ্ঠার দীর্ঘ ৫৫ বছর পর ৪৫ লাখ টাকার নতুন মেশিনারিজ স্থাপন করা হয়। উন্নত টেকসই আসবাবপত্র তৈরির লক্ষ্যে লেকার পলিশের ওয়াটার স্প্রে বুথ, ভাটিক্যাল বেল্ট সেত্তার মেশিন, টেবিল সেত্তার মেশিন, জিগ স্ মেশিন ও ডাবল সাইড থিকনেস প্লানার মেশিনসহ বিভিন্ন নতুন মেশিনারিজ পরিদর্শন ও উদ্বোধন করেন চেয়ারম্যান।

কাপ্তাই এলপিসি ইউনিট শাখার সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিত রায় জানান, দীর্ঘ ৫৫ বছর পর এ প্রতিষ্ঠানে বনশিল্প চেয়ারম্যানের প্রচেষ্টায় উন্নত, টেকসই আসবাবপত্র তৈরির লক্ষ্যে নতুন মেশিনারিজ প্রদান করেছে। গত অর্থ বছরে এ ইউনিট থেকে ২ কোটি ৪৯ লাখ টাকা লাভ করেছে।

ইউনিট উদ্বোধন ও পরিদর্শনের সময় বনশিল্প চেয়ারম্যানের একান্ত সচিব মো. আতিকুর রহমান, রাবার বিভাগ চট্টগ্রাম জোন মহা-ব্যবস্থাপক মো. ফারুক হোসেন, কাপ্তাই এলপিসি শাখা ইউনিট সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিত রায়, মো. শফিকুল ইসলাম সহ-ব্যবস্থাপক (মাঠ), বিলাস কুমার বিশ্বাস সহ-ব্যবস্থাপকসহ (হিসাব) বিভিন্ন দপ্তরের অফিসার শ্রমিক-কর্মচারী নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।