ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে স্কুলে হামলা-শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
ধামইরহাটে স্কুলে হামলা-শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেফতার ১

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হামলা- ভাংচুর ও ওই স্কুলের সহকারী শিক্ষক মারুফা আকতারকে মারধরের ঘটনায় আনোয়ার হোসেন নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আনোয়ার হোসেন উপজেলার খড়মপুর গ্রামের মৃত মোজাফফরের ছেলে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) খেলা দেখার জন্য প্রজেক্টর না দেওয়ায় ওই স্কুলে হামলা ও এক শিক্ষককে মারধরের ঘটনা ঘটে। পরে শুক্রবার (০৯ ডিসেম্বর) থানায় একটি মামলা করেন হামলার শিকার ওই শিক্ষিকা। এর পর আজ দুপুরে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করে বিকেলেই জেলা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।