ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত  

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
শার্শায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত  

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় পিন্টু মোল্লা (২০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।  

শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮টার সময় শার্শা উপজেলার জামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিহত পিন্টু উপজেলার সাত মাইল এলাকার আনছার মোল্লার ছেলে।

তার পরিবারের সদস্যরা জানান, পিন্টু রাতে উপজেলার নাভারন এলাকা থেকে অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। পথে অটোরিকশাটি জামতলা বাজারে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে পিন্টু অটোরিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নাভারন হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।