ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আফিয়া নামের আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

রোববার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আফিয়া সদর উপজেলার পাঁচখোলা এলাকার আব্দুর রহিম মাতুব্বরের নাতনি। এবং মাগুরা জেলার বোয়ালখালি এলাকার আশ্রাফুল শেখ ও ঊর্মি আক্তার দম্পতির মেয়ে।

জানা গেছে, কয়েকদিন আগে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে শিশু আফিয়া। রোববার (১১ সেম্বর) সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। অনেকক্ষন তাকে খুঁজে না পেলে পরিবারের লোকজন পুকুরে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আফিয়াকে মৃত ঘোষণা করেন।  

সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. শাওলিন আফরোজ বলেন, 'শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। দীর্ঘক্ষণ পানিতে থাকায় নিঃশ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। '

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।