ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে দুই উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
বান্দরবানে দুই উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানের কয়েকটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার পর এবার রোয়াংছড়ি ও রুমা উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

এ নিয়ে গত ১৮ অক্টোবর থেকে বান্দরবান জেলা প্রশাসন থেকে ১১বার কয়েকটি উপজেলায় দেশি বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার (১১ডিসেম্বর) সন্ধ্যায় আবারও বান্দরবান জেলা প্রশাসক এর রুটিন দায়িত্বে থাকা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে বান্দরবান জেলার ৭ উপজেলার মধ্যে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণে যেতে পারবে না, তবে অন্যান্য উপজেলায় পর্যটকদের ভ্রমণে কোনো নিষেধ নেই।

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করে জানান, বান্দরবানে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (অনির্দিষ্টকাল) নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে, তবে বাকি উপজেলাতে ভ্রমণে কোনো অসুবিধা নেই।

গত ৭ডিসেম্বর বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

গত ১০ অক্টোবর থেকে বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়। সাঁড়াশি অভিযানে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে গত ১৮অক্টোবর থেকে এ পর্যন্ত ১১বার নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।