ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খড়ের গাদায় দুর্বৃত্তের আগুন, কৃষকের সর্বনাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
খড়ের গাদায় দুর্বৃত্তের আগুন, কৃষকের সর্বনাশ ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে কৃষকের রেখে যাওয়া খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ধান মাড়াইয়ের পর গবাদি পশুর খাদ্য হিসেবে জমা করে রাখা প্রায় ১০টি খড়ের গাদা (স্থানীয় ভাষায় খড়ের পালা) পুড়ে গেছে।

 

রোববার(১১ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার উৎরাইল গ্রামে ক্ষেত সংলগ্ন খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশেই উঁচু করে রাখা ছিল খড়ের গাদাগুলো।

জানা গেছে, স্থানীয় কৃষক আউয়াল ফকির, হালান খানসহ কয়েকজন কৃষক পার্শ্বর্বতী ফসলের ক্ষেত থেকে ধান কেটে এনে উৎরাইল উচ্চ বিদ্যালয়ের পাশের খোলা স্থানে ধান মাড়াই করে। গত এক সপ্তাহ ধরে মাড়াই করা ধানের খড় বিক্রির জন্য পাশেই পালা (গাদা) করে রাখছিল। গত কয়েকদিন আগে চার হাজার টাকা দরে একটি করে খড়ের পালা বিক্রিও করেছিলেন কৃষকেরা। রোববার মধ্য রাতের দিকে 'কে বা কারা' খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এতে করে প্রায় ১০ টি পালা পুড়ে যায়। এতে প্রায় ৪০ হাজার টাকার খড় পুড়ে যায়।

কৃষক আউয়াল ফকির বলেন, রাতে আমাদের এ ক্ষতি করেছে। কে বা কারা এই কাজ করেছে তা জানা নেই। সব খড় পুড়ে গেছে।

খড়ের ক্রেতা স্থানীয় মো.কায়েস শেখ বলেন, আমি তাদের কাছ থেকে ৪ হাজার টাকা করে একেকটি পালা কিনেছিলাম। সারা বছর গরুর খাদ্য হিসেবে খড়ের দরকার হয়। তাছাড়া বর্তমানে খড়ের দামও অনেক। রাতে কারা যেন আগুন দিয়ে বেশির ভাগ খড় পুড়িয়ে দিয়েছে।

উৎরাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.রেজাউল করিম বলেন, মধ্য রাতে খড় পোড়ার গন্ধ পাই। পরে দেখি আগুন জ্বলছে। গরিব কৃষকের এ ধরনের ক্ষতি করা অমানবিক। কে বা কারা এ ধরনের কাজ করেছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।