ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধানক্ষেতে বর্গা চাষির মরদেহ, ধারণা হত্যাকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
ধানক্ষেতে বর্গা চাষির মরদেহ, ধারণা হত্যাকাণ্ড

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি ধানক্ষেত থেকে আশরাফুল ইসলাম (৪৫) নামে এক বর্গা চাষির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার বেগমপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশরাফুল ইসলাম একই এলাকার কফিল উদ্দীনের ছেলে।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল আসি। আশরাফুল ইসলামের মরদেহটি যে ধানক্ষেতে পাওয়া গেছে ওই জমি তিনি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন বলে জানতে পেরেছি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

তিনি আরও বলেন, দিনাজপুরের পিবিআই এবং রংপুরের ক্রাইমসিনে খবর দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহটি এম.আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।