ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ী বাইপাস সড়ক ঘেঁষে গড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  

সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত খড়খড়ী বাইপাস মোড় এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়কের ওপর অবৈধভাবে নির্মিত মার্কেট, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে পবা উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ।  

পুলিশের সহযোগিতায় চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহীর পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার।

তিনি বলেন, খড়খড়ী সড়ক বাজার এলাকায় সরকারের এক ইঞ্চি খাস জমিও ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে দখল থেকে সরকারের সব জমিই উদ্ধার করা হবে।  

উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ী সড়কবাজার এলাকার সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত ৫০টি স্থাপনা ও ভবন উচ্ছেদ করার জন্য স্থানীয় সরকারের পক্ষ থেকে আগেই নোটিশ জারি করা হয়েছিল।  

এ ব্যাপারে এলাকায় মাইকিংও করা হয়েছে। সেখানে একটি খাল অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। সেই খালটি উদ্ধারের জন্য কিছুদিন আগে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভও করেছিলেন। আজ তা দখলমুক্ত করা হলো। এখানে শিগগিরই ছয় লেন সড়কের কাজ শুরু হবে বলেও উল্লেখ করেন এ সহকারী কমিশনার।

এদিকে উচ্ছেদ অভিযানের সময় সড়ক বিভাগ রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ মো. আসিফ, নাহিমুর রহমান, সার্ভেয়ার মিল্লাত হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।