ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল বেচাকেনায় বিচারকের সিল-সই জাল ছাত্রলীগ নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
মোটরসাইকেল বেচাকেনায় বিচারকের সিল-সই জাল ছাত্রলীগ নেতার

ব্রাহ্মণবাড়িয়া: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সিল ও সই জাল করে চোরাই মোটরসাইকেল বেচাকেনা করতেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি (২৯)। এ অভিযোগে এক আইনজীবীর করা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) নিজ বাড়ি থেকে বাপ্পিকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার বাপ্পি ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাগজপত্র জাল ও বিচারকের নকল সই করে চোরাই মোটরসাইকেল বেচাকেনা করতেন বাপ্পি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন আদালতের আইনজীবী ইশতিয়াক আহমেদ। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারের পর আদালতে তোলা হয়। বিচারক পরে তাকে কারাগারে পাঠান।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।