ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ইজিবাইক উল্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
মাগুরায় ইজিবাইক উল্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু

মাগুরা: মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় ইজিবাইক উল্টে আশরাফ হোসেন (৪৭) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মাগুরা-ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ সদর উপজেলার জাগলা গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে মিজানুর রহমান বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালে আমি ও বাবা জাগলা বাজার থেকে ব্যাটারি চালিত ইজিবাইকে করে কামারখালী বাজারে যাচ্ছিলাম মাছ কিনতে। পথে রামনগর এলাকায় পৌঁছালে আমাদের ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টা যায়। এতে বাবা গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে বাবা মারা যান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।