ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় নিজ ঘরে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
গাইবান্ধায় নিজ ঘরে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ -ফাইল ছবি

গাইবান্ধা:  গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে মনিশা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা কবিরাজ পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনিশা ওই গ্রামের ময়নুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালুকজামিরা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মনিশাকে দেখতে পায় স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানায়।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রায়হান আলী জানান,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।