ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফরিদ বেগ (৩৫) নামে একজন নিহত হয়েছেন।  

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, এদিন দুপুরের দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকার বশির বেগের ছেলে। তিনি প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ইটের ভাটায় যাচ্ছিলেন ফরিদ বেগ। এ সময় কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের জামতলা মাস্টারবাড়ির সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরপর বিকেলে সেখানে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।