ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
বংশালে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক 

ঢাকা: সাংবাদিক ও শুল্ক গোয়েন্দার ভুয়া পরিচয় দেওয়া চার মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

 

সোমবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।  

লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ভুয়া সাংবাদিক ও শুল্ক গোয়েন্দা পরিচয়ে তারা বিপুল পরিমাণ গাঁজা বহন করছিলেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর টিকাটুলির র‍্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়:০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।