ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, শ্রমিক পেটালো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, শ্রমিক পেটালো পুলিশ

গাজীপুর: কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে নিউ লাইন ক্লোথিংস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনাটি ঘটান।

শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুইমাস ধরে মৌচাক এলাকার নিউ লাইন ক্লোথিংস লিমিটেড কারখানার শ্রমিকদের বেতন বকেয়া। কারখানা কর্তৃপক্ষ বার বার বেতনের আশ্বাস দিয়েও পরিশোধ করছে না। মঙ্গলবার বেতন হওয়ার কথা। কিন্তু তা হয়নি। এ ছাড়া শ্রমিকরা কারখানায় গিয়ে ছুটির নোটিশ দেখতে পান। এরপর তারা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। খবরে পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়। পরে শ্রমিকদের ধাওয়া করে পুলিশ সদস্যরা। শ্রমিকরাও পাল্টা ধাওয়া করে। এ সময় ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জের মাধ্যমে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় কয়েকজন শ্রমিককে পেটানোর অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে। এসব ঘটনার পর কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের শ্রমিকরা জানান, তারা বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন শুরু করার পরপরই পুলিশ এসে লাঠিচার্জ শুরু করে। পুলিশ তাদের সহযোগিতা না করে পিটিয়েছে। অনেক শ্রমিক আহত হয়েছেন এ ঘটনায়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বেতন দেই দিচ্ছি বলেও তা পরিশোধ করছে না। এ নিয়ে সকালে শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।  শ্রমিকদের পেটানোর বিষয়টি সত্য নয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০২, ডিসেম্বর ১৩, ২০২২
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।