ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে হানাদারমুক্ত দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
খাগড়াছড়িতে হানাদারমুক্ত দিবস উদযাপন

খাগড়াছড়ি: ১৫ ডিসেম্বর খাগড়াছড়ি হানাদারমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের হয়।

মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন।

পরে মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নরোত্তম বৈঞ্চব।

এ রআগে মুক্তিযোদ্ধা কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

পাহাড়ি আর বাঙালিদের সমন্বিত অংশগ্রহণে অন্য উচ্চতায় মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে খাগড়াছড়িতে। পাকবাহিনী ও তাদের দোসরদের হটিয়ে দিয়ে ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর খাগড়াছড়ি হানাদারমুক্ত হয়। বিজয়ের উল্লাসে ফেটে পড়েন পার্বত্য এই জেলার সব মানুষ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।