ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপত্তা বলয়ে ঘেরা স্মৃতিসৌধ এলাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
নিরাপত্তা বলয়ে ঘেরা স্মৃতিসৌধ এলাকা

সাভার (ঢাকা): মহান বিজয় দিবসের আগের দিন সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও র‌্যাব।  

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে দেখা গেছে, নিরাপত্তা বলয়ে ঘেরা স্মৃতিসৌধ এলাকা।

প্রত্যেকটি পয়েন্টে পুলিশ সদস্য রয়েছে। এছাড়া সড়কে যান চলাচলের ক্ষেত্রে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

বিকেল ৪টার দিকে পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, এটি বাঙালি জাতির মুক্তি দিবসও। সেই লক্ষ্যে বাংলাদেশের সব বাঙালি সর্বোচ্চ আনন্দ করে থাকেন। চেতনার কেন্দ্রবিন্দু জাতীয় স্মৃতিসৌধ। এ কারণে এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন। তাই আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সব বাহিনীর সম্মিলিতভাবে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

এর আগে দুপুরে র‌্যাব-৪, সিপিসি-২ এর সদস্যরা পুরো স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন। এছাড়া সেনাবাহিনীর ডগ স্কোয়াড, ডুবরি দল ও বোম ডিস্পোজাল স্ক্যানার দল তল্লাশি করেছে।

চূড়ান্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ হেল কাফি, ঢাকা জেলা উত্তর ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবিব, সাভার সার্কেল সহকারী পুলিশ সুপার সাহিদুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।