ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত নেতা মুকুল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত নেতা মুকুল গ্রেফতার

সাতক্ষীরা: নাশকতার পরিকল্পনা করার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এ কে এম আজাহারুজ্জামান মুকুলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) তার নিজ কর্মস্থলের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজহারুজ্জামান মুকুল সদর উপজেলার হাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মো. তারেক ফয়সাল ইবনে আজিজ বাংলানিউজকে জানান, আজাহারুজ্জামান মুকুলকে সদর উপজেলার আখড়াখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।