ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের ৮৩৩৫ জনের পদোন্নতির মেধাতালিকা প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
পুলিশের ৮৩৩৫ জনের পদোন্নতির মেধাতালিকা প্রকাশ

ঢাকা: পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতির পরীক্ষা-২০২২ এর কেন্দ্রীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

 

তালিকায় বলা হয়, এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন ৭৩৪ জন।  

এএসআই থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন ৩২৭ জন।  

এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন ১২৮ জন।

কনস্টেবল থেকে এটিএসআই পদে পদোন্নতি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন ২২৪ জন।  

কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন ৫ হাজার ৩৫২ জন।  

এছাড়া কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন ৭৪৬ জন।  

নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন ৮২৪ জন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।