ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ঘন কুয়াশায় দুই বাসের সংঘর্ষ, আহত ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
পঞ্চগড়ে ঘন কুয়াশায় দুই বাসের সংঘর্ষ, আহত ১৭ পঞ্চগড়ে ঘন কুয়াশায় দুই বাসের সংঘর্ষ, আহত ১৭

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে বিআরটিসি ও সাদমান নামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন যাত্রী আহত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাড়ে ৯ মাইল ফুলতলা নামক এলাকায় পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল যাত্রীবাহী একটি বিআরটিসি বাস। এদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাদমান নামে বাসটি ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারালে বিআরটিসির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে গিয়ে দুই যাত্রীবাহী বাসের ১৭ জন আহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আহত রোগীদের দেখতে হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে গিয়েছি। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। রাস্তা থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সড়ানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।