ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

৫ লাখেরও বেশি জাল টাকা ও হেরোইনসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
৫ লাখেরও বেশি জাল টাকা ও হেরোইনসহ আটক ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ ও পাবনায় পৃথক অভিযান পরিচালনা করে ৫ লাখেরও বেশি জাল টাকা ও ১৩ লাখ টাকার হেরোইনসহ তিনজনকে আটক করেছেন র‌্যাব-১২ সদস্যরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আবুল হাসেম সবুজ।

আটকরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার রামনগর গ্রামের মীর আব্দুল মালেকের ছেলে মীর মঞ্জুরুল ইসলাম (৩১), নাটোর জেলার লালপুর থানার জয়রামপুর মধ্যপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে মো. আলিফ হোসেন (২৪) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভোবনপাড়া গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে মজিবর রহমান (৬৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে পাবনা জেলার সুজানগর থানার নাজেরগঞ্জ ইউনিয়নের রামনগর পূর্বপাড়া গ্রামে মঞ্জুরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৫ লাখ ১ হাজার ১৬০ টাকার জাল নোট জব্দ করা হয়। এ সময় মীর মঞ্জুরুল ইসলাম ও আলিফ হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মীর মঞ্জুরুল ইসলাম জাল নোট তৈরির একজন দক্ষ কারিগর ও ব্যবসায়ী। তার তৈরি করা জাল টাকা আলিফ হোসেনের মাধ্যমে বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো।

অপরদিকে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩০ গ্রাম হেরোইনসহ মজিবর রহমানকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।