ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আজিমপুরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
আজিমপুরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার 

ঢাকা: রাজধানীতে ওয়ান শুটার গানের সঙ্গে এক রাউন্ড গুলিসহ সবুজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর আজিমপুর ইডেন কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

শুক্রবার লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিমপুর ইডেন কলেজের গেটের সামনে অভিযান চালিয়ে একটি শুটার গান ও গুলিসহ হাতেনাতে সবুজকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সবুজের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।