ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
ঢাকা-আরিচা মহাসড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সদর উপজেলার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে প্রাণ গেল অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহীর।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।

তিনি বলেন, সকাল সোয়া ১০টার দিকে সদর উপজেলার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে এক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহী নিহত হন। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।  

মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।