ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সীমানা নির্ধারণ নিয়ে এলাকাবাসী-পাউবো সংঘর্ষ

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
সীমানা নির্ধারণ নিয়ে এলাকাবাসী-পাউবো সংঘর্ষ

নীলফামারী: ডিমলা উপজেলায় সীমানা নির্ধারণকে কেন্দ্র করে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাউবোর সীমানা নির্ধারণকে কেন্দ্র করে মূলত ঘটনাটি ঘটে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর এ উপজেলার ছোটপুল বুড়ি তিস্তা এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।

সংঘর্ষের সময় স্থানীয়রা নদী খননে ব্যবহৃত স্কেভেটর ও ঠিকাদারের ঘর পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সদস্যরা।

পুরো ঘটনার কারণ বিস্তারিত জানা যায়নি। তবে, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানিয়েছেন, পাউবোর সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের টিম কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারব।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।