ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

মানিকগঞ্জ:  মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে মিনিবাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে।  

নিহতের নাম আল-মামুন (৪৬।

তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার সদর ইউনিয়নের আব্দুল মান্নাফের ছেলে।  

শনিবার (১৭ ডিসেম্বর)  বিকেলের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সেকেন্ড গোলড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, নিহত আল-মামুন গ্রামের বাড়ি থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন। পথে সেকেন্ড গোলড়া নামক স্থানে হাইওয়ে মিনি বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা ওই ঘাতক বাসটি আটক করেছি। কিন্তু চালক বা তার সহযোগীকে আটক করা যায়নি।  

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।