ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিরামপুরে জামায়াতের ৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
বিরামপুরে জামায়াতের ৫ নেতাকর্মী আটক প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় মিছিল-সমাবেশ থেকে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভূমি অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলার পুলবান্ধা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মোমিন মিয়া (৪৮), একই গ্রামের বুলবুল (৫৫), ফুলবাড়ী উপজেলার হাজরাপুর গ্রামের মোস্তাফিজুর রহমান (৬২), একই উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের মাসুদ আলী (৫২) ও বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের দেলোয়ার হোসেন (৫৫)।  

জানা গেছে, বিকেলে জামায়াতের প্রায় দেড়শ’ নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের হয়। মিছিল শেষে ভূমি অফিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তারা। এ সময় সেখান থেকে জামায়াতের ওই পাঁচজন নেতাকর্মী আটক হন।  

এ ব্যাপারে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বাংলানিউজকে জানান,  নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা সমাবেশ করছিলেন। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।