ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আজগর আলী (৫২) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মজুমদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজগর আলী খামারধুবনী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বলেন, একটি মামলায় আসামি আজগর আলীকে আড়াই বছরের সাজা দেয় আদালত। তিনি আত্মসমর্পণ না করে দীর্ঘদিন পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে আজগরকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।