ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

ভোলায় ইউপি নির্বাচনে প্রার্থী ভিক্ষুক! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
ভোলায় ইউপি নির্বাচনে প্রার্থী ভিক্ষুক! 

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে  প্রার্থী হয়েছেন আবদুল জলিল (লেদু)।  'তালা' প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন তিনি।

বদুল জলিল (লেদু) পেশায় একজন ভিক্ষুক। দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমেই জীবিকা নির্বাহ করেন তিনি।  

ইতোমধ্যে নিজ নির্বাচনী এলাকায় সকাল-সন্ধ্যা গণসংযোগসহ প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জলিল। ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন।  

একজন ভিক্ষুককে প্রার্থী হিসেবে বাঁকা চোখে দেখছেন অনেকে। তবে এসব পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন আবদুল জলিল।  

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আবদুল জলিল বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আসলেই প্রার্থীরা জনগণকে প্রতিশ্রুতি দিলেও তা রাখেন না, আমি তাই প্রার্থী হয়েছি। নির্বাচনে জয়ী হতে পারলে মানুষের পাশে এসে দাঁড়াব। সব ধরনের সহযোগিতা করব।  

এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, কোন প্রার্থী ভিক্ষুক কিনা সেটা আমার জানা নেই, তবে আমরা সব প্রার্থীকেই সমানভাবে দেখছি। সুষ্ঠ নির্বাচনের লক্ষ্য আমারা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

আগামী ২৯ ডিসেম্বর ভোলার চরফ্যাশন উপজেলার  নীলকমল, জিন্নাগর ও আমিনাবাদ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  
এ তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৮ জন এবং সদস্য পদে ৯১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।