ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আরবি পড়া শেষে বাড়ি ফেরা হলো না লামিয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আরবি পড়া শেষে বাড়ি ফেরা হলো না লামিয়ার অটোচাপায় নিহত শিশু লামিয়া

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশা চাপায় লামিয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার কান্দিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লামিয়া আক্তার উপজেলার উথুরী গ্রামের মো. ছোবহান মিয়ার মেয়ে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অটোসহ চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে উথুরী খানাবাড়ি মসজিদের মক্তব থেকে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিল লামিয়া। এ সময় কান্দিপাড়া সড়কে একটি অটোরিকশা লামিয়াকে চাপা দেয়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।