ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমাম নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমাম নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাফেজ হেদায়েত উল্লাহ (২০) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ হেদায়েত উল্লাহ একই উপজেলার ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহর ছেলে। তিনি একই উপজেলার ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকালে হাফেজ হেদায়েত উল্লাহ মোটরসাইকেল যোগে কাশিয়ানীর দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে একইমুখী একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা হেদায়েত উল্লাহ রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। পুলিশ ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে।  
তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।