ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ যুবক আটক

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে দুই কেজি গাঁজাসহ সাজু মিয়া (২৮) নামে মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে সাজুকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাজু মিয়া নীলফামারীর জলঢাকা উপজেলার হলদিবাড়ী (নতুন বাজার) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

এর আগে রোববার দিনগত রাত ১টার দিকে এফকে লাইন নামের যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয় তাকে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ১টার দিকে সদরের দুবলাগাড়ি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় রংপুর থেকে ঢাকাগামী এফকে লাইনের একটি বাস থেকে দুই কেজি গাঁজাসহ সাজুকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ব্যপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাজুকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে সাজুকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।