ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে ধান-চাল সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
ধামইরহাটে ধান-চাল সংগ্রহ শুরু

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে সরকারিভাবে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্য গুদামে ২৮ টাকা কেজি ধান ও ৪২ টাকা কেজি দরে চাল সংগ্রহ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান প্রমুখ।

সরকারি দামের চেয়ে বাজারে দাম বেশি পাওয়ায় ধান দিতে অনেক কৃষক অনিহা প্রকাশ করেছে। এর সত্যতা নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতাউর রহমান বলেন, চলতি মৌসুমে আমরা বরাদ্দপ্রাপ্ত ১ হাজার ১৯৪ মেট্রিক টন ধান ও ২৪৪ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছি। আশা করছি কৃষকরা সরকারিভাবে ধান দেবেন ও মিলাররা চালও দেবেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।