ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বলাৎকারের ঘটনায় পুরুষাঙ্গ হারানো দপ্তরিকে বরখাস্তের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
বলাৎকারের ঘটনায় পুরুষাঙ্গ হারানো দপ্তরিকে বরখাস্তের নির্দেশ

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বর্নিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি (এমএলএস) আজাদ মোল্যাকে (৩৭) বলাৎকারের ঘটনায় অভিযুক্ত। এ ঘটনায় তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া।

 এ ছাড়া ওই ঘটনায় ভুক্তভোগীর কামড়ে নিজের পুরুষাঙ্গ হারিয়েছেন আজাদ।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া নিজেই বরখাস্তের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বর্নিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার করিমকে অফিসে ডাকিয়ে বলাৎকারের অভিযোগে স্কুলের দপ্তরিকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দপ্তরি পদে আজাদকে নিয়োগ দিয়েছে ম্যানেজিং কমিটি। তাই ম্যানেজিং কমিটির সভা ডেকে তাকে বরখাস্ত করতে প্রধান শিক্ষককে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী আগামী বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় ম্যানেজিং কমিটির সভা ডেকেছেন বর্নিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার করিম। তিনি বলেন, সভায় থানা শিক্ষা কর্মকর্তাকে (টিইও) আমন্ত্রণ জানানো হয়েছে। তিনিসহ ম্যানেজিং কমিটি মিলে দপ্তরিকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হবে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিচুজ্জামান বুধবারের সভা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার (১৮ ডিসেম্বর) বলাৎকারের ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ঘটনাটি ঘটে শনিবার (১৭ ডিসেম্বর) সকালে। দপ্তরি আজাদ মোল্যা বর্নিচর গ্রামের ১৮ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বলাৎকার করে বলে অভিযোগ উঠে। ভুক্তভোগী ঘটনার সময় আজাদের পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে ফেলে। পরে আহত অবস্থায় আজাদকে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

উল্লেখ্য, আজাদ বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বর্নিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার করিমের আপন ভাগ্নে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।