ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীছড়িতে অসহায়দের মধ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
লক্ষ্মীছড়িতে অসহায়দের মধ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়িতে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ্মীছড়ি জোন।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে জোন সদরে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লে. কর্নেল এএইচএম জুবায়ের।

তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও গরীব, মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পাঠ্যপুস্তক, তিনটি অসহায় পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং দুটি বৌদ্ধ বিহার নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে জোন উপ-অধিনায়ক মেজর মাহমুদুন্নবী, এডজুটেন্ট ক্যাপ্টেন মাহমুদ হাসানসহ-সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘন্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।