ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে রাস্তার পাশের নালায় যুবকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
দিনাজপুরে রাস্তার পাশের নালায় যুবকের মরদেহ 

দিনাজপুর: দিনাজপুরে রাস্তার পাশের নালা থেকে তছলিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের বকুলতলা ভোন্দাপাড়ার রাস্তার পাশের নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত তছলিম উদ্দিন একই ইউনিয়নের চান্দাহার পাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, মরদেহের পাশে একটি দেশীয় মদের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় নালার পানিতে পড়ে গিয়ে আর উঠতে না পারায় তছলিমের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।