ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

১৫০ কেজি গাঁজাসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
১৫০ কেজি গাঁজাসহ আটক ৬

ঢাকা: কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে আনা ১৫০ কেজি গাঁজাসহ ছয় মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আটকরা হলেন- সুরুজ (২০), শিমুল (২৪), শাহিন (২৪), মিলন (২৮), রয়েল (২৭) ও আশরাফুল ইসলাম (২৮)।

সোমবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ রাজধানীর যাত্রাবাড়ী ও ওয়ারি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, চক্রটি বিগত তিন বছর ধরে কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা এবং নারায়ণগঞ্জ থেকে মাদকের বড় বড় চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

তিনি আরও জানান, এ চক্রের মূলহোতা সুরুজ ও তার প্রধান সহযোগী ট্রাকচালক রয়েল। দুজনের পরিকল্পনা অনুযায়ী আরও চারজন সহযোগী বিভিন্ন সময় মাদকের চালান আনা-নেওয়া ও বহনের কাজে সহায়তা করে থাকে। আটকদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।